সড়ক সংস্কারের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 2নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকি সাইর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার শত শত কোমলমতি শিক্ষার্থী শ্রেণিকক্ষ ছেড়ে এবার সড়কেই দাড়াল।
বছরের পর বছর ধরে জনচলাচল ও সানকি সাইর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা হইতে ওদুদিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত যাতায়াতগামী সড়কের জলাবদ্ধতা, কাঁদামাটি কোথায় কোথায় ও বড় বড় গর্তের কারনে অভিনব প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের নিকট সড়ক সংস্কারের দাবি তুলে ধরতে সম্প্রতি শত শত কোমলমতি শিক্ষার্থী নেমে এল সড়কের ওপর।
উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, শোল্লা স্কুল এন্ড কলেজ, শাশিয়ালী উচ্চ বিদ্যালয় , পাটোয়ারী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসা,ও অন্যান্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে থাকা কয়েকশত শিক্ষার্থী/শিক্ষক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পাটোয়ারী বাজারকে ঘিরে জনবহুল সড়কে প্রতিনিয়ত যাতায়াত করেন।
শিক্ষার্থীরা ক্ষোভের সাথে জানান, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগামী উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজার হয়ে সানকি সাইর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা হইতে অদুদিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়কে চলতি বছরে অতিবৃষ্টি ও জলবদ্ধতার কারণে অর্ধশতাধিক স্থানে ভাঙাছোড়া বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়ক জুড়েই লেগে আছে সারাবছর কাঁদামাটি, জলবদ্ধতা ।
সানকি সাইর জামেয়া ইসলামিয়া মাদ্রাসার নায়েবে আমির মাওলানা নুজায়েদ আহমেদ বলেন, সারা বছরই মাদ্রাসাগামী এই সংযোগ সড়কটি ভাঙা ছোড়া, কাঁদামাটি বড় বড় গর্ত তৈরী হয়ে জলাবদ্ধতায় নিমজ্জিত থাকে। যে কারণে ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় আসতে বিঘ্ন ঘটে। অভিভাবক ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় পাঠাতে ভয় পান এবং রিস্ক মনে করেন।
ব্যবসায়ী লকিত উল্লাহ ও আলী মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল দশা যে কারণে এ সড়কের উপর দিয়ে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল তো দুরের কথা, সামান্য বৃষ্টি হলে খালি পায়ে হেঁটেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করাটা অনকেটা দুভোর্গে পরিণত হয়। আমাদের দাবি বর্তমান সময়ে দেশের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলে যেন এই রাস্তাটি মেরামতের জন্য সুদৃষ্টি দেন।