কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সদস্য নাসির উদ্দীন শাওন সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর যাওয়ার পথে মতলব উত্তরে পথসভা করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রী রায়েরচর (বাংলা বাজার) ও মতলব সেতুর টোলপ্লাজার সামনে সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে পথসভা করেছে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সদস্য নাসির উদ্দীন শাওন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার মজুমদার, উপজেলা বিএনপির সহ সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমুখ।