“কৃষিই সমৃদ্ধি” শাহরাস্তিতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শাক সবজি ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন রবি শস্যের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রণোদনা কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, মৎস্য কর্মকর্তা তৌসিব উদ্দিন, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, মহিলা বিশেষ কর্মকর্তা মাকসুদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণচন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,বিভিন্ন ইউনিয়নের কৃষক/ কৃষাণী বৃন্দ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানায় বন্যা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠা দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ ও রবি মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাকসবজির বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন। প্রণোদনা কর্মসূচির আওতায় তিন ক্যাটাগরীতে মোট ২১শ ১০জন প্রতিজন উপকারভোগী কৃষক/কৃষানী উফশী শাক সবজি (উফশী) বীজ কৃষক/কৃষানী সার, বীজ,ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ (১হাজার) টাকা সহায়তা হিসেবে প্রদান করেন