জহিরুল ইসলাম জয়:
হাজীগঞ্জ উপজেলার বলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার পর এ প্রথম নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মে শনিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬৩৯ ভোটারের মধ্যে চার জন প্রার্থী নির্বাচনে জয়লাব করে। এরা হলেন, আব্দুল কাদের, কবির হোসেন, আলমগীর হোসেন ও এমরান হোসেন।
হাজীগঞ্জ উপজেলার বলিয়া উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার পর এ প্রথম নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৪ মে শনিবার সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬৩৯ ভোটারের মধ্যে চার জন প্রার্থী নির্বাচনে জয়লাব করে। এরা হলেন, আব্দুল কাদের, কবির হোসেন, আলমগীর হোসেন ও এমরান হোসেন।
এর আগে ম্যানেজিং কমিটি ২০২২ এর দাতা সদস্য আওলাদ হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক আফরোজা আক্তার, শিক্ষক প্রতিনিধি মিল্লাত হোসেন মুন্সী, আবদুস সামাদ ও খাদিজা আক্তার নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন বলেন, ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এর মাঝে অনেক প্রধান শিক্ষক তাদের মেয়াদকাল পার করলেও আমার সময় এসে গণতন্ত্রীক প্রক্রিয়া অভিভাবক সদস্যের ভোটে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পেরেছি।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. মিসবাহ।
Attachments area