মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মুক্তার হোসেনের ভাই সোহেল রানার বাড়ি থেকে একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মে) মতলব উত্তর থানার এএসআই পলাশ বড়ুয়া বাইকটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় সোহেলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি। তিনি বলেছেন তার এক বন্ধুর বাইকটি তার কাছে রেখে গেছেন। হোন্ডা কোম্পানীর সিভিআর মডেলের বাইকটি এখন থানা পুলিশের হেফাজতে আছে। বাইকটির চেসিস নাম্বার এমএইচ১কেসি২৯৭৭জেকে০০৬৬৭৮।
মতলব উত্তর থানার এএসআই পলাশ বড়ুয়া বলেন, অভিযানের সময় সোহেল বাইকটির কাগজপত্র দেখাতে পারে নাই। পরবর্তীতে কাগজপত্র দেখাতে পারলে ছেড়ে দেওয়া হবে, আর না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোহেল চোরাই মোটরসাইকেলের ব্যবসার সাথে জড়িত আছে বলে জানা গেছে।
সোহেল রানা বলেন, আমার এক বন্ধুর মোটরসাইকেলটি গত শুক্রবার নস্ট হয়ে যাওয়ায় পরে নিবে বলে আমার কাছে রেখে গিয়েছে। এই ফাঁকে পুলিশ এসে বাইকটি থানায় নিয়ে যায়।