আগামী ৩০ মে পর্যন্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রির কার্যক্রম স্থগিত করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান। এসব কার্ড বিতরণ শেষ হলে শুধু ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত থাকবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে ১৬-৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, মশুর ডাল ও চিনি বিক্রি করা হবে। এর আগে গত ২০ মার্চ থেকে মার্চে ও এপ্রিলে ২ ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করে টিসিবি।
মার্চে এ কার্যক্রম শুরু হলেও, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া এখনো শেষ হয়নি।