হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে নভেম্বর মাসের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রামের ঘটনার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর রয়েছেন। বিষয়টি নিয়ে কিংবা অহিংস আন্দোলনের নামের কেউ হাজীগঞ্জে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টির অপচেষ্টা করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তিনি ইউপি চেয়ারম্যানদের সতর্ক থাকার আহবান জানান।
আইন-শৃঙ্খলার বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আইন প্রয়োগ করে কোনো অপরাধ নির্মূল বা প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের সবাইকে সামাজিকভাবে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সর্তক ও সচেতন হতে হবে। আমাদের সন্তান কোথায় যায় এবং কার-কার সাথে চলাফেরা করে তার খোঁজ-খবর নিতে হবে।
তিনি ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, মাদক, ইভটিজিং ও কিশোরগ্যাংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আপনারাই সবচে বেশি ভূমিকা পালন করতে পারেন। যেহেতু সাধারণ মানুষের সাথে কাজ করে থাকেব. সেহেতু আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য পেলে আমাকে জানাবেন, আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।