১৯৯৩ সালের ২২ শে অক্টোবর প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারাকাঞ্চনের শোকার্ত মৃত্যুবরণের পরে ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
সে আলোকে দেশের স্বনামধন্য এসামাজিক সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর (রোববার) ফরিদগঞ্জ বাজার সড়কে র্যালি ও প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই সংগঠনের ফরিদগঞ্জ উপজেলার সভাপতি আবু ছালে মুহাম্মদ বারাকাত উল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নারায়ন রবিদাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন, সাংবাদিক আবুহেনা মোস্তফা কালাম
এসময় উপস্থিত ছিলেন, নিসচা’র সিনিয়র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সাংবাদিক এমরান হোসেন লিটন, সড়ক দূর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, অর্থ সম্পাদক মো. বাকিবিল্লা, প্রচার সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামীম হাসান, সদস্য আব্দুল কাদির, কফিল উদ্দিন, চ্যানেলে এসএর চাঁদপুর প্রতিনিধি জসিম উদ্দিন প্রমূখ।