হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাপস শীলের সভাপতিত্বে মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় খেলায় উপজেলার সকল কলেজ অংশগ্রহণ নিশ্চিতকরণ, মহান বিজয় দিবসের দিন আগামি ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণসহ টূর্ণামেন্টের আয়োজন ও বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, হাজীগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান।
সভায় মতামত উপস্থাপন করে আরও বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. আবুল খায়ের, মো. শাকিল হোসেন সুমন ও ফয়সাল হোসেন হৃদয়। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও বিভিন্ন কলেজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।