Header Border

ঢাকা, বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন জমি বিক্রি করে দাদীকে হজ্জ পালন : সম্পত্তির ভাগ পেতে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলাপ্রশাসক ফরিদগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মতলব উত্তরে চাচার ঘর ভেঙ্গে নিল ভাতিজা  ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ছেংগারচর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মান্নান লস্করের মনোনয়ন ফরম সংগ্রহ কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক পরিষদের অভিষেক ও বিদায় সংবর্ধনা কচুয়ায় চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ফরিদগঞ্জে খাবারে বিষ! অল্পের জন্য প্রাণে বাঁচল অন্তঃসত্ত্বা সহ ৩জন

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ২টি জটিল অপারেশন, চিকিৎসকদের প্রশংসা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ২টি সফল অস্ত্রোপচারের মাধ্যমে ২জন অস্বচ্ছল ও অসহায় পরিবারের মানুষ উপকৃত হয়েছেন। এর মধ্যে একজনের মূত্রথলির পাথর এবং অন্যজনের এপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। অস্ত্রোপচারের পাশাপাশি তাদেরকে সরকারিভাবে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রায় আড়াই ঘন্টা ব্যাপি হাজীগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ড বলাখাল এলাকার বাসিন্দা মো. আব্দুস ছোবহানের (৬৫) মূত্রথলির পাথর ও চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের কিশোর মো. কাউছার হোসেনের (১৪) এপেন্ডিসাইটিসের অপরাশেন করা হয়।

অপারেশনকৃত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন। এদিকে বিষয়টি জানার পর হাসপাতালে আগত রোগি ও তাদের স্বজনসহ স্থানীয় ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত নরমাল ডেলিভারীসহ সিজারিয়ান অপারেশন এবং প্রতি সোমবার অন্যান্য রোগীদের জটিল ও কঠিন রোগসমূহের অপারেশ করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার আব্দুস ছোবহানের মূত্রথলি থেকে পাথর ও কাউছার হোসেনের এপেন্ডিসাইটের অপারেশন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের (ইউএইচএফপিও) সার্বিক তত্ত্বাবধানে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন, মেডিকেল অফিসার ও ইউরোলজিস্ট ডা. মো. মমিনুল হায়দার এবং মেডিকেল অফিসার ও নিউরোসার্জন ডা. মুহাম্মাদ সাইফুল ইসলাম। এর আগে রোগীদের অজ্ঞান কার্যক্রম পরিচালনা করেন, মেডিকেল অফিসার ও এনাস্থেসিস্ট ডা. আবিদা সুলতানা।

এছাড়াও অপারেশন টিমে ছিলেন, মেডিকেল অফিসার ও মেডিসিন বিশেষজ্ঞা ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেলসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং  সেবিকা (নার্স) হালিমা ও বৃষ্টি। বর্তমানে আব্দুস ছোবহান ও কাউছার হোসেন সুস্থ আছেন এবং তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

কথা হয় প্রসূতি চিকিৎসাধীন আব্দুস ছোবহান ও কাউছার হোসেন এবং তাদের পরিবারের সাথে। তারা সবাই চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতো ভালো চিকিৎসা হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) পাবো। তা তারাই কখনোই ভাবেন নি। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

আরো পড়ুন  মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ  সাংবাদিক সুমন আহমেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

এ ব্যাপারে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহমেদ তানভীর হাসানের সাথে। তিনি ওটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অপরাশেনকৃত দুইজনেই সুস্থ আছেন।

তিনি বলেন, মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের সুবিধায় ইতোমধ্যে চাহিদার প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির পেয়ে আগের চেয়ে একটু বেশি সেবা দিতে পারছি। সেবার মান বৃদ্ধি করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। আশাকরি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে স্বপ্নের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চাঁদপুরে বাস ও সিএনজির সংঘর্ষে হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরের ছেলের মৃত্যু, আহত- ৫
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ৩নং ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠন।
প্রবাসীদের মৃতদেহ সরকারি উদ্যোগে দেশে নিতে হবে: ইউনুস মাহমুদ
হাজীগঞ্জে একই দিনে ভাই-বোনের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া
জয়িতা সম্মাননা পেলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সম্পাদক রাবেয়া বেগম
মতলব উত্তরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃ*ত্যু

আরও খবর

error: Content is protected !!