চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বেহুন্দী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেঘনা নদীর ষাটনল, বাবুরবাজার, দশানী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আিভযানকালে ৪টি বেহুন্দী জাল ও ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। অভিযানে সহায়তা করেন সিসি বাংলাদেশ কোস্টগার্ড, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি।
অভিযান প্রসঙ্গে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, কোনোক্রমেই অবৈধ জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে।