নারায়ণগঞ্জে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে নারী উদ্যোক্তা, সংগঠক ও স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান।
বিশেষ অতিথির বক্তৃতা দেন, নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা সহকারি পরিচালক মো. সোলেমান হোসেন, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর পরিচালক এ এইচ এম রাশেদ, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো. জামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগার লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র, নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আ ম মাসুদ মজুমদার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে দক্ষ সংগঠকের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এছাড়াও নারী উদ্যোক্তা ও গুণী সংগঠক স্বেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।