হাজীগঞ্জ উপজেলা ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়। ৩ জানুয়ারি শুক্রবার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ওয়ার্ড কমিটি ঘোষণা করেন।
এতে পর্যাক্রমে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাষ্টার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। ৯নং ওয়র্ডের সভাপতি দ্বীন মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক মো. জাফর আহমদ এবং এর আগে ১নং ওয়ার্ডের সভাপতি ঘোষণা না হলেও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান শিমুল।
শুক্রবার রাতে ইউনিয়নের কাশিমপুর বটতলা দিনের সর্বশেষ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী, বিএনপি নেতা ইউপি মেম্বার ফরিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউসুফ আহমেদ, শ্রমীক নেতা ইউনুছ মুন্সী, আতিকউল্ল্যাহ, যুবদল নেতা সিদ্দিকুর রহমান ও সাবেক ছাত্র নেতা রাসেল আটিয়া প্রমুখ।