চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর এলাকায় ফারুক হোসেন (৪৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ফারুক হোসেনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তবে বিয়ের পর শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার বরুড়া থানার লক্ষ্মীপুর-রহমগঞ্জ গ্রামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন।
ইউপি সদস্য আবু ছাইদ বলেন, ‘সড়কের পাশে মরদেহ দেখে পুলিশ খবর দেওয়া হয়। ফারুকের পরিবার জানিয়েছে, সে নতুন অটোরিকশা কিনেছিল। চোর চক্র তাকে নির্জন স্থানে নিয়ে এসে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। ফারুক নিয়মিত চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মুদাফফরগঞ্জ-লক্ষ্মীপুর এলাকার অটোচালক ছিলেন।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, মরদেহের গলায় একটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় চোর চক্র। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।