চাঁদপুর ও মুন্সিগঞ্জের নৌ সীমানার মেঘনা নদীতে ডাকাত কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে ঘটনার ৫ দিন পর মামলা করা হয়েছে। মামলায় ডাকাত দলের এক গ্রুপের সর্দার জহিরুল ইসলাম ওরফে কানা জহিরকে প্রধান আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে চাঁদপুরের উত্তর মতলব থানায় এ মামলা দায়ের করেন নিহত রাসেল ফকিরের মা আনোয়ারা বেগম। রাসেল মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাসানচর গ্রামের কামাল ফকিরের ছেলে। এই ঘটনায় অপর নিহত রিফাত মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় চৌকিদার বাড়ীর আক্তার হোসেনের ছেলে।
মামলার বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মামলায় ১১ জনের নাম উল্লেখ ও ১২ থেকে ১৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মূলত এই মামলার পরবর্তী কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করবে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ভাষানচর গ্রামের সামনে কলাকান্দি নামক স্থানে মেঘনা নদীতে নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির ও কিবরিয়া মিজির দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুন্সীগঞ্জ সদর উপজেলা ভাসানচরের রাসেল (৩২) ও চাঁদপুরের মতলব থানাধীন রিফাত (২৯) নিহত হন। এ ছাড়া আইয়ুব আলী (৩২) নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন।