শনিবার ২২ ফেব্রুয়ারী বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়েতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল এর সভাপতিত্বে ও জেলা জামায়েতের সেক্রেটারি এডভোকেট শাহাজান মিয়ার পরিচালনায় তিনি আরো বলেন,আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠান। এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়।আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন,ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। তাঁকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে আদালত প্রাঙ্গনে হাজির থাকবো।