চাঁদপুরের হাজীগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার পর উপজেলার নাটেহরা উত্তর পাড়ার গাজী বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
চোরের দল বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার ভেঙে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, দামী কাপড়চোপড়, কাঁচের তৈরী বিভিন্ন দামী আসবাবপত্র এবং ১টি রাউটার মেশিন রয়েছে। সব মিলিয়ে চুরির ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৯ লাখ টাকা বলে জানা গেছে।
চুরি হওয়া বসতঘরটি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের। তাঁর মৃত্যুর পর স্ত্রী ও সন্তানরা কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন, ফলে বাড়িটি বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা রুহুল আমিনের ভাই মো. শাহাজ উদ্দিন জানান, তিনি বিকেল ৪টার দিকে ঘর তালাবদ্ধ করে বাইরে যান। পরদিন সকাল ৮টার দিকে বাড়ির প্রধান দরজা খোলা পেয়ে তিনি চুরির ঘটনা বুঝতে পারেন। ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শাহাজ উদ্দিন হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
এদিকে, এলাকায় পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাতের বেলা পুলিশের টহল বাড়ানো এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা জরুরি। তাদের দাবি, এমন চুরি প্রতিরোধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।