স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী
উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠে মিলনমেলায়।
গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চাঁদপুরের কচুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ।
দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও ডাঃ জাহিদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। একটা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মিয়া, প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার সেলিম বকাউল, বিগ্রেডিয়ার জেনারাল সাখাওয়াত হোসেন, আব্দুল হান্নান মজুমদার, বোরহানউদ্দিন মজুমদার, আব্দুর রাজ্জাক তফাদার, রাসেল পাটোয়ারী সহ শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।