বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি চার বারের সংসদ সদস্য এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার কবর জিয়ারত সহ মতলব উত্তর বিএনপির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন।
শুক্রবার (১১ এপ্রিল) দিনভর মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্ৰামে গিয়ে বিএনপির একাধিক প্রয়াত নেতার কবর জিয়ারত করেন তিনি।
বিকেলে খন্দকারকান্দি কওমী মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি, চাঁদপুর-২ আসনের চার বারের সংসদ সদস্য এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদার কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন।
এর পূর্বে মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আহসানুল হক ফটিকের কবর জিয়ারত করেন পাঁচানীতে এরপর ইসলামাবাদের পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট কামরুল ইসলামের কবর জিয়ারত করা হয়। ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন। ব্রাহ্মণচক দানু সরকার বাড়ীর পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফজলুল হক সরকার হান্নানের কবর জিয়ারত করেন ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন নেতা কর্মীদের সঙ্গে নিয়ে। এরপর রাজুর কান্দি পারিবারিক কবরস্থানে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপুর বাবার কবর জিয়ারত করেন তিনি।
এসময় বিএনপি নেতা ডঃ মুহাম্মদ জালাল উদ্দিন নিজেই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মোনাজাত করে দোয়া করেন।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ খাঁন, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাশার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, ছাত্রদলের সদস্য সচিব জয়নাল আবেদীন পিনুসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।