নিজস্ব প্রতিবেদক:
হাজীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বাদ আসর হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ও তারেক রহমানেরও জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আ. রউফ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপি সাবেক আহবায়ক মো. আবুল বাসার,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন মৃধা,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ,পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন ১১ নং ওয়ার্ড পৌর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক কামরুজামান মানিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির হোসেন ভুইয়া, বিএনপি নেতা আবদুল লতিফ,দুলাল খন্দকার, সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জিসান আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম সাখাওয়াত হোসেন ও মোঃ শহিদুল্লাহ, পৌর যুবদলের যুগ্ন আহাবায়ক মিজানুর রহমান সর্দ্দার, মোঃ আল আমিন বাবু ও মিজানুর রহমান বেপারী, ৬নং বড়কুল ইউনিয়ের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর, শাহ-আলম,তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ মোঃ ইমরান, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ শাহিন মিজি, ৫নং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ কামাল হোসেন মিজি, ১নং রাজারগাঁও ইউনিয়ের সাবেক ছাত্রদল নেতা সাব্বির খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।