মনিরুল ইসলাম মনির :
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। তৃণমূলকে সংগঠিত করতে ইউনিট পর্যায়ের কমিটিগুলোতে দক্ষ, পরিশ্রমী, জনসম্পৃক্তদের গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় রাজধানীর ধানমÐির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
ড. শামসুল আলম বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে দলের জন্য তার মতো আদর্শবান, আন্তরিক ও নিবেদিত হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে এগিয়ে নিতে তার মতো নেতা হওয়ার চেষ্টা করতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতির মূলধারাকে অনুসরণ করতে হবে, কোনো পকেট রাজনীতি করা যাবে না। পকেট রাজনীতিতে গ্রæপিং বাড়বে, দল ক্ষতিগ্রস্ত হবে। দল ও দেশের স্বার্থে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা আ.লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, ধর্ম বিষয়ক উপ-কমিটি সদস্য কাজী মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন মিয়াজী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম লস্কর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাদুল্লাপুর ইউপি সদস্য জোবায়ের আজিম পাঠান স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করীম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, যুগ্ম আহŸায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, আশরাফুল আলম মিলন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক আবদুর রব প্রধান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, মাজহারুল ইসলাম মিজান, রিয়াদুল ইসলাম রিয়াদ, সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান পাটোয়ারী, রফিকুল ইসলাম রিয়াজ, আলী নূর বেপারী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহŸায়ক এসএম মনির হোসেন, যুগ্ম আহŸায়ক তাজুল ইসলাম শ্যামল’সহ নেতৃবৃন্দ।