মোঃ জামাল হোসেনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় (কোভিড ১৯) এর বুষ্টার ডোজ টিকা সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। (৪ জুন) শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন বুস্টার ডোজ টিকা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী সেফালি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: মো: নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এম ও) ডাঃ অচিন্ত্য কুমারসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ আরো রাজনৈতিক ও সামাজি নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। উদ্ভোধনের মাধ্যমে ৪ জুন হতে ১০ জুন ২০২২ইং পর্যন্ত হাসপাতালে প্রতিদিন ফাইজারের বুষ্টার টিকা এবং ওয়ার্ড পর্য্যায়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিক/সুবিধাজনক ভাবে বিদ্যালয়ে বুষ্টার ডোজের টিকা দেওয়া হইবে। যাহাদের দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের পর ৪ মাস হয়েছে তাহারা হাসপাতালে অথবা নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহন করার জন্য অনুরোধ করা হইল।