মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেয়া হয়েছে। এর আগে সকাল ১০টা হতে বিভিন্ন ইভেন্টে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া।
সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলাম প্রধানিয়া, ভড়ুয়া সপ্রাবির প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউস, সূচীপাড়া যুক্ত সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম পাটোয়ারী, শোরসাক যুক্ত সপ্রাবির প্রধান শিক্ষক নাজমা আক্তার, শাহরাস্তি সরকারি বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।