মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি উপজেলাধীন টামটা উত্তর ইউনিয়নের পরাণপুর গ্রামে অবস্থিত এম. এম. ব্রিকস ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ভাটা মালিককে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০১৯’ এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও শাহরাস্তি থানা পুলিশের একটি টীম।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।