নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বনবীর বিরুদ্ধে ভারতের বিজিবির মুখপাত্র নুপুর শর্মা এবং জিন্দাল যে অপমানজনক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার প্রতিবাদে মতলব উত্তর ৬নং কলাকান্দা ইউনিয়ন নবী প্রেমিকদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দশানী কেন্দ্রীয় কবরস্থান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলাকান্দা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
হাফেজ মাওলানা গাজী এমদাদুল হক মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আতাউল্যাহ মহসিন, মাওলানা এমদাদুল্লাহ ফয়সাল, মাওলানা মেহরাব হোসেন, ক্বারি মাইনূদ্দিন, মাওলানা আলাউদ্দিন, মাওলানা ইমরান এবং ইউপি সদস্য সামসুদ্দীন ছৈয়াল।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সোলেমান সৈয়াল, আবুল কাসেম সৈয়াল, হাজী গোলাম হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ আহসান হাবিব মিজি, সৈকত সওকত সৈয়াল, মোঃ শফিকুল ইসলাম, মো সজল মাষ্টার, মোঃ ওয়ায়েজ কুরুনি প্রমুখ।