মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে বাড়ির পাশের নতুন মাটি কাটার গর্তে জামে থাকা পানিতে ডুবে নুসাইবা আক্তার নামে দেড় বছর বয়সি এক শিশু মারা গেছে। ঈদের দিন রোববার (১০ জুলাই) হাজীগঞ্জট পৌরসভাধীন ১২নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের আলমগীরের বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে নিজ বসতঘরের খেলাধূলা করেছিল শিশু নুসাইবা। কিছুক্ষন পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখূঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়র পাশের নতুন কাটির গর্তের পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করা হয়।
এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।