মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আগামিকাল ১৫ জুলাই, শুক্রবার হাজীগঞ্জ ডায়াগণস্টিক ও ডায়াবেটিক সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দিবেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সের ৪র্থ তলায় অবস্থিত হাজীগঞ্জ ডায়াগণস্টিক ও ডায়াবেটিক সেন্টারের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
যারা সেবা নিতে ইচ্ছুক, তারা শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টার মধ্যে হাজীগঞ্জ ডায়াগণস্টিক ও ডায়াবেটিক সেন্টারে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন কর্তৃপক্ষ। এখানে বিশেষজ্ঞ ডাক্তারের পাশাপাশি রয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশ, পরীক্ষা-নিরিক্ষায় উন্নতমানের ল্যাব ও দক্ষ টেকনেশিয়ান।
জানা গেছে, এ দিন বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মমিনুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ এবং প্যালিয়েটিভ কেয়ার স্পেশালিষ্ট ডা. মো. শাহেদুর রহমান সোহাগ।
বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন ডা. মো. ইশতিয়াক আহমেদ চয়ন, ডায়াবেটিক, ফুড হ্যান্ড কেয়ার স্পেশালিষ্ট ও হরমোন বিষয়ে অভিজ্ঞ ডা.এ.কে সরকার, ডায়াবেটিক ও মেডিসিন চিকিৎসক ডা. ঊাহাউদ্দিন বাহার।
এ ছাড়াও বিনামূল্যে আরো চিকিৎসা সেবা দিবেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী, প্রসূতি ও গাইনি রোগের চিকিৎসক ও সার্জন ডা. কামরুন নাহার পিংকি, মর্ডান কিউর হাসপাতালের পরিচালক ডা. মো. রাশেদুল ইসলাম পারভেজসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
যারা বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে ইচ্ছুক, তারা সরাসরি ১৫ জুলাই, শুক্রবার হাজীগঞ্জ ডায়াগণস্টিক ও ডায়াবেটিক সেন্টারে উপস্থিত থাকবেন। যে কোন পরামর্শ, মতামত ও প্রয়োজনে ০১৬১৯-১২১৬৯০ এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।