বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলা শাখার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের অনুষ্ঠিত নির্বাচনী ফলাফল ঘোষণা করেছেন, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল। শুক্রবার বিকালে উপজেলা ও উল্লেখিত দুই ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্ব›দ্ধীতায় নির্বাচিত গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন এবং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মনির হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক পদে কামাল খাঁনের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় আকতার হোসেন দুলাল বলেন, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলে সভাপতি পদে আমিন খাঁন মিন্টু ও সোহাগ খাঁন মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে সোহাগ খাঁন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করায় আমিন খাঁন মিন্টুকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হল।
একইভাবে সাধারণ সম্পাদক পদে শেখ ফরিদ সুমন ও হুমায়ুন আজাদ মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন পরবর্তীতে হুমায়ুন আজাদ তাঁর মনোনয়নত্র প্রত্যাহার করায় শেখ ফরিদ সুমনকে পদে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হল।
অপর দিকে হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসাবে মনির হোসেন মৃধা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ায় তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সভাপতি পদে নির্বাচিত ঘোষণা করা হল।
সাধারণ সম্পাদক পদে কামাল খাঁন ও মাসুদ মোল্লা মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন। পরবর্তীতে মাসুদ মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করায় কামাল খাঁনকে চূড়ান্ত প্রার্থী হিসাবে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হল।
উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিনের উপস্থাপনায় ফলাফল ঘোষণার পূর্বে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন।
এ সময় বিএনপি নেতা অহিদুল ইসলাম, সুলতান আহমেদ বাবুল, নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন লিটন, শুকুর আলম বেপারী ও জুলহাস চৌধুরীসহ উপজেলা এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন ও হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।