চাঁদপুরের ফরিদগঞ্জে প্রিয়া আক্তার (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই কিশোরী উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইচর গ্রামের বাবুল মজুমদারের মেয়ে। পরে শুক্রবার তার লাশ পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে পুলিশ।
কিশোরীর ভাই তারেক হোসেন জানায়, তার কিশোরী বোন প্রিয়া আক্তার পরিবারের সদস্যদের সাথে অভিমান করে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নিজ ঘরের সিলিংফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোরবেলা তার মা কুলছুমা বেগম প্রিয়াকে নামাজ পড়তে ডাকতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ তানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার ভোরে তার বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে সকালে লাশের পোস্টমর্টেমের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ: