মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তির কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সকল জল্পনা আর কল্পনা অবসান ঘটিয়ে শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের কাদরা গ্রামে অবস্থিত, কাদরা কর্ণপাড়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা এমপিও ভুক্তকরন হয়েছে। এমপি ভুক্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ দেখা দিয়েছে, স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার সুপার মাওলানা বিল্লাল হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, মাদ্রাসা পরিচালনা কমিটি, শিক্ষক পরিষদ ও এলাকাবাসী।
মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায় দীর্ঘ অনেক বছর পর এই মাদ্রাসাটি এমপিওভুক্তকরণ হলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে ২৭শ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই মাদ্রাসাটি রয়েছে। শিক্ষক কর্মচারীদের বেতন অন্তর্ভুক্ত হওয়ায় আনন্দিত শিক্ষক, কর্মচারীবৃন্দ। প্রতিষ্ঠা লগ্ন থেকে তারা খেয়ে না খেয়ে অনেক বছর পরিশ্রমের পর এখন বাস্তবে রূপ নিচ্ছে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা সুপার মাওলানা বিল্লাল হোসেন বলেন বর্তমানে শিক্ষার্থী ও বিগত দিনের ফলাফল অর্জনে সন্তোষজনক। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং গ্রামের সকলের সার্বিক সহযোগিতায় অনেক কষ্ট করে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্টিত করেছে, শুরু থেকে এ পর্যন্ত অনেক শ্রম ঘাম ও অর্থ ব্যয় করেছে, অবশেষে এমপিও ভুক্ত করায় মাননীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অন্যদিকে এই মাদ্রাসার প্রতিষ্ঠা সহ যে সকল ভাইয়ের শ্রমঘাম রয়েছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এমপি ও স্থানীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শাহাবুদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নুরুন্নবী চৌধুরী, উপস্থিত ছিলেন মোঃ বেলায়েত হোসেন, মোঃ আব্দুর রহিম, মোঃ মহরম মেম্বার, হাফেজ হারুন রশিদ, আব্দুস সাত্তার, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।