নিজস্ব প্রতিবেদক,,
হাজীগঞ্জ বাজারের ফমাস সার্জিক্যাল এন্ড মেডিসিন কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৪ আগস্ট বৃহস্পতিবার বাদ আছর ডিগ্রি কলেজ রোডস্থ হক টাওয়ারে ফেমাস সার্জিক্যাল এন্ড মেডিসিন কর্ণারের দোয়া ও মিলাদের আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
হাজীগঞ্জ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, প্রচার সম্পাদক হেলাল কাজী, ক্রীড়া সম্পাদক আবু নোমান রিয়াদ, ৩ নং ওয়ার্ড কমিশনার আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ, ডা.মিনহাজুর রহমান, বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খাঁন রনি, পরিচালক সাইফুল ইসলাম, হুমায়ন কবির ও মো. রাশেদ।
ফেমাস সার্জিক্যাল এন্ড মেডিসিন কর্ণারের পরিচালকেরা বলেন, এখানে দেশী-বিদেশী সকল ধরনের ওষধ এবং সার্জিক্যাল মালামাল পাইকারী ও খুচরা পাওয়া যাবে। নতুন ব্যবসা প্রতিষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়ে দোয়া চান তারা।