খন্দকার আরিফ :
২০০৫ সালের ১৭ ই আগস্ট দেশব্যাপী ৬৩ জেলায়
বিএনপি ও জামাতের সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। বুধবার (১৭ আগষ্ট) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জাকির হোসেন সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে শেখ সিটি মার্কেটের সামনে এসে প্রতিবাদ সমাবেশ পালিত হয়।
এ সময় মূল পটকে উপস্থিত থেকে নেতৃত্বে দেন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আলী নুর নিপু, আহবায়ক কমিটির সদস্য কাজী শাহিদুজ্জামান ঝুটন, জিয়াউল হক বাবলু, সদস্য ও সদর পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, সদস্য ও বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, সদস্য সুমন তফদার, সদস্য মাসুদ হোসেন, হাটিলা পূৃব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, যুগ্ন-আহবায়ক সাখওয়াত হোসেন, সদর পশ্চিম শাখা যুবলীগের সভাপতি মনির হোসেন, বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহীম খান রনি, কালচোঁ দক্ষিন ইউনিয়নের যুগ্ন-আহবায়ক আশ্রাফ, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সহ-সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।