মনিরুল ইসলাম মনির :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ২৭ আগষ্ট দুপুরে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সদস্য, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. নাছির উদ্দিন মিয়া।
নাছির উদ্দিন মিয়া বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যার চেষ্টা হয়েছিল, কারণ তারা ভালো করেই জানতো, বঙ্গবন্ধুর রক্ত যাদের ধমনিতে প্রবাহিত হচ্ছে তাদের কেউ বেঁচে থাকলে খুনিদের বিচার একদিন হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে যেত। কিন্তু ষড়যন্ত্রকারীরা তা হতে দেয়নি। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর সভার ৬নং ওয়ার্ড সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার হানিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান। সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ ঢালী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক রাকিব হাসান মুন্না, নূরে আলম প্রধান, আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলী বেপারী, বিল্লাল হোসেন কমিশনার, আমান উল্লাহ সরকার, মতলব উত্তর উপজেলা (ইনসাব) সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রধান, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিয়া, পৌর যুবলীগের নেতা শাহ আলম, জয়নাল আবেদীন সরকার, সজীব বেপারী প্রমুখ।
মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঝিনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বায়েজিদ বোস্তামী।