মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আসন্ন জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী হাজী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন, জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল হাসান।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। এ সময় মনোনয়ন প্রত্যশী ও প্রার্থীর পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদস্য পদে হাজীগঞ্জ থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। এর মধ্যে জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সদস্য হাজী জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
একই সময়ে অপর সদস্য প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য বিল্লাল হোসেনের মনোনয়নপত্র বৈধ এবং যাচাই-বাছাইয়ে প্রার্থী আব্দুর রব ও তার প্রস্তাবকারী-সমর্থক কেউ উপস্থিত না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, আগামি ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ (১৮ সেপ্টেম্বর) মনোনযপত্র যাচাই-বাছাই করা হয়।