নিজস্ব প্রতিনিধি :
কচুয়া থানা পুলিশের অভিযানে আরিফ হোসেন প্রকাশ আরাফাত (২১) নামের এক তরুণ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক থেকে গাঁজাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি আরিফ হোসেন আরাফাত ফেনী জেলার পরশুরাম উপজেলার কিছমত টেটেশ্বর গ্রামের হাফেজ আহম্মদের ছেলে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার তেতৈয়া গ্রামে বসবাস করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কচুয়া থানা পুলিশ।
এসময় উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের খাজুরিয়া নামক স্থানে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে বোগদাদ পরিবহনের একটি বাস তল্লাশি করে যাত্রী আরিফ হোসেন আরাফাতের কাছ থেকে ৪ কেজি গাঁজা জব্দ এবং তাকে গ্রেফতার করা হয়।
অভিযানে ছিলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন, রাজিব হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স। এদিন রাতেই মাদক কারবারি আরিফ হোসেন আরাফাতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, আরিফ হোসেন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।