মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার দুপুরে শাহরাস্তি পৌরসভার আয়োজনে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ২৬৪, চাঁদপুর-৫ স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্য বলেন অনেক ছাত্রছাত্রী আছে তারা টাকার অভাবে ব্যাগ কিনতে পারছে না, তারা এ ব্যাকটি পেয়ে অনেক উপকৃত হবে। এবং এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে শিক্ষার খাতে ব্যাপক পরিবর্তন এনেছে। তার ফলে দেশে অনেক গরিব মানুষের ছেলে-মেয়ে লেখাপড়া করে যেতে পারছে। আমরা প্রতি বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্য বই বিতরণ করছি। প্রায় প্রতিবছর ৩০ কোটি বই ছেলে মেয়ের হাতে তুলে দিচ্ছি। এভাবে যদি বিভিন্ন ব্যক্তির উদ্যোগ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বই পুস্তক শিক্ষা উপকরণ দিয়ে যেত তাহলে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া অনেক উপকৃত হবে। আমাদের সকলের চেষ্টা করা উচিত মানুষকে যদি আমরা দারিদ্র থেকে বের করে আনতে চাই তাহলে শিক্ষা ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা প্রদান করতে হবে। আজকে যারা ব্যাগগুলো পাচ্ছে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল বিভিন্ন পর্যায়ে যারা শিক্ষা উপকরণ কিনতে পারছে না উপজেলা পরিষদের একটি ফান্ড আছে সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে শাহরাস্তি পৌরসভার মেয়রকে উদ্যোগটি নেওয়ায় তাকে ধন্যবাদ জানান।
পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ। সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আযাদ হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কুদ্দুস রানা, শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বেলাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ, মোঃ আজাদ হোসেন, প্রহল্লাদ দে, মিজানুর রহমান মোল্লা, তুষার চৌধুরী রাসেলসহ বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।