৪ নভেম্বর শনিবার সকালে উপজেলা ক্যাম্পাসে র্যালী ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি
প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমীন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
পরিকল্পনা প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, তার বাস্তবভিত্তিক প্রয়োগের মাধ্যমে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।
প্রতিমন্ত্রী আজ ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি বলেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল-ইমরাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক ইউছুফ লস্কর, সমবায়ী আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম প্রমূখ।