আহসান হাবীব সুমন :
কচুয়া নিজের স্ত্রী ও দুই সন্তান রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ।
ঘটনাটি কচুয়া উপজেলার করইশ গ্রামে এ ঘটনা ঘটে ।
জানা গেছে,চান্দিনা উপজেলার কুদুটি গ্রামের নজরুলের ছেলে জাকারিয়ার(২৬) সাথে কচুয়া পৌরসভার করইশ গ্রামের প্রবাসী জসিমের স্ত্রী ইয়াছমিন(৩৭) এর সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া চলে আসছিলো ।
গত ২০ অক্টোবর জাকারিয়া তাঁর স্ত্রী পারভীন ও দুই ছেলে রেখে পরকিয়া প্রেমিকা প্রবাসী জসিম উদ্দিন স্ত্রী ইয়াছমিনও তাঁর দুই ছেলে ও এক মেয়ে রেখে দুজনে নগদ টাকা স্বর্নালংকারসহ দুজনে উধাও হয়ে যায় ।
এঘটনায় প্রবাসী জসিম উদ্দিন চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন বলে জানান ।
অপর দিকে জাকারিয়ার স্ত্রী পারভীন আক্তার জানান ,আমার শশুর শাশুড়িসহ সংসারে একমাত্র আমার স্বামী টাকা উপার্জন করে পরিবার চালাতেন,আজ কয়েবদিন ধরে স্বামী বাড়িতে নেই আমি সন্তানদের নিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছি । অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে জীবন যাপন করছি ।