মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মো. রুহুল আমিন (৩৪) ও মো. রাজা মিয়া (৩০) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আটককৃত মাদক কারবারি মো. রুহুল আমিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারকা ইউনিয়নের কাটারাপাড়া গ্রামের গফুর আলী বাড়ির মৃত রোশন আলীর ছেলে।
অপর মাদক কারবারি মো. রাজা মিয়া একই জেলার কোতোয়ালি থানার জগন্নাথপুর ইউনিয়নের পূর্ব ঝাকুনি গ্রামের কানা মিয়া বাড়ির মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাধীন উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে। আটক মো. রুহুল আমিনে সাথে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা এবং মো. রাজা মিয়ার সাথে থাকা ব্যাগ থেকে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ (ওসি) বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।