মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ২ কেজি গাঁজাসহ সুদেব বেপারী (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ৯ নভেম্বর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে ৮ নভেম্বর রাতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গাঁজাসহ হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি সুদেব বেপারী পটুয়াখালী জেলার দশমিনা থানার পূর্ব লক্ষ্মীপুর গ্রামের বেপারী বাড়ির সুভাষ বেপারির ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ (ওসি) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি সুদেব বেপারীকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।