মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনে কমিটি অনুমোদন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান উদ্বোধন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান বিজয়কে পুনরায় ফাউন্ডেশনের চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এবং বিশিষ্ট রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ শামছুল হক মিয়াজীকে সদস্য সচিব করে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়। ফাউন্ডেশনের সকল উন্নয়নমূলক কর্মকান্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজ করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নব-গঠিত কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবসহ সকল নেতৃবৃন্দ