Header Border

ঢাকা, শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ  মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ   হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ কচুয়া পৌর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভা মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!  মতলব উত্তরে কালীপুর লঞ্চঘাটের পন্টুনে ওঠার খুঁটি ভাঙা ; লঞ্চে উঠতে যাত্রীদের ভোগান্তি

ফরিদগঞ্জে দুর্বৃত্তের দেওয়া আগুনে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন পুড়ে ছাই

জসিম উদ্দিন :
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দু্ই কিশোর গ্যাং গ্রুপের অন্ত দ্বন্দ্বের জের ধরে মারামারি ও বসত করে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সরজমিনে গিয়ে জানা যায়, দুই বছর পূর্বে মেয়েনিয়ে দন্ধের জের দরে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর(১৫) গ্রুপ একই স্কুলের ২০২৩ এসএসসি পরীক্ষার্থী আমির হামজার(১৬) উপর ছুরি দিয়ে আঘাত করে। এঘটনাকে কেন্দ্র করে তানভীর গ্রুপের মারুফ ও কাউসারের বাড়িতে সোডাউন দেয় আমির হামজার ক্লাশমিটসহ অন্যান্যরা, পরে রাত ১টার দিকে আমির হামজার বসত ঘরে তানভীর গ্রুপ আগুন দরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
এঘটনাটি ঘটে শুক্রবার( ১০ ফেব্রুয়ারি ) দিবাগত রাত উপজেলার ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম জয়শ্রী বেপারী বাড়িতে।
এঘটনায় আহত আমির হামজা(১৬) বলেন, তানভীর, মারুফ, কাউসারদের সাথে একসপ্তা বা পৌনেরদিন আগে একটা জামেলা হয়, পরে আমাদের এক বড় ভাই ওদের সাথে আমাদেরকে মিলিয়ে দেয়। তানভীরদের সাথে আমাদের আর কোন জামেলাও নাই।
গতকাল সন্ধায় কাঁশারা দীঘির পাড় ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়, আমরা কয়েকজন বন্ধুরা মাহফিলে ঘুরেপিরে দেখতেছি, তানভীর, মারুফ, কাউসাররা মিলে ওখানে আমার উপর ছুরি দিয়ে আঘাত করে, আমার বন্ধু রবিউল, ইব্রাহিম দরতে আসলে তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। আমার গাড়ে এবং হাতে ছুরি দিয়ে আঘাত করে।
পরে ওখানকার মানুষরা আমাদেরকে সহযোগিতা করে এবং বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। আমরা বাড়িতে চলে আসি, ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেই।  আমি ঘরে দাদা ও মায়ের কাছে সব বিস্তারি বলি। রাতে আমি, মা, দাদাসহ ঘরের অন্যরা মিলে খাবার শেষ করে আমাদের বিল্ডিংএ ঘুমাতে যাই। রাত ১টার পরে আমাদের চৌচালা টিনের ঘরে গুন দরিয়ে দেয়। আমার দারোনা তানভীর গঙ্গাএকাজ করেছে।
রবিউল ও ইব্রাহিমের সাথে কথা হলে তারা বলেন, মাহফিলে জামেলা হয়, আমির হামজার উপরে ছুরি দিয়ে আঘাত করে তানভীর ও তার বন্ধুরা, আমরা দরতে গেলে আমাদেরকেও আঘাত করে।
প্রতিবেশি ফিরোজ হোসেন বলেন, আমি সন্ধায় মাহফিলে গেছি, মহফিলে যখন হামজার উপর ছুরি দিয়ে আঘাত করে, আমি শুনে দৌড়েগিয়ে ডাক্তার দেখাই, বাড়িতে নিয়ে যাই, সবাই রাতে নিজের বাসায় চলে যায়, রাত ১টার পরে শুনি ঘরে আগুন লাগছে, ১০/১৫ মিনিটের মধ্যে পুরো ঘর পুড়ে চাই। ওরা হামজাদের পরিবারের সবাইকে মেরে পেলতে চাইছে।
ইউপি সদস্য মুকবুল হোসেন বলেন, আমির হামজা ও তানভীরদের সাথে অনেক আগের জামেলা, সম্ভবত মেয়ে নিয়ে, তারা উভয় স্কুলে পড়ে, মাহফিলে জামেলা হওয়ার পরে হামজার সহপাঠীরা তানভীরে সাথে থাকা একজনের বাড়ি সোডাউন দেয়। পরে আমি রাতে গেছি, সবাইকে বাড়িতে পাঠিয়ে দেই। এরপরে শুনি রাত ১টার দিকে ঘরে আগুন, অল্পকিছুক্ষণের মধ্যে ঘর পুড়ে চাই।
মারামারি ও আগুন দেওয়া বিষয়ে ঘটনার সত্যতা জান্তে তানভীরের বাড়িতে  গেলে সংবাদ কর্মীদের উপস্থিতির টের পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়।
ফরিদগঞ্জ থানার অফিসর ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাতে আগুন লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমার কাছে এখনো কোন লিখিত অভিযোগ দেয় নাই।
আরো পড়ুন  মতলব উত্তরে ব্লগার আসাদ নুরের ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নি*হ*ত
মতলব উত্তরে মায়ের জানাজায় ছেলের মৃত্যু : এলাকায় শোকের মাতম
হাজীগঞ্জে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ 
মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ  
হাজীগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
মতলব উত্তরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আরও খবর

error: Content is protected !!