‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ^ময়’ এই প্রতিপাদ্যে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে হাজীগঞ্জে বিজ্ঞান মেলা, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী (২১-২২ জানুয়ারি) ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। মেলায় সিনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, দ্বিতীয় ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ও তৃতীয় হয় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।
এছাড়াও জুনিয়র গ্রুপে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তৃতীয় আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিশেষ গ্রুপে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী পুরস্কৃত হন। একই সময়ে সিনিয়র ও জুনিয়র গ্রুপে রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গণির উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মোহাম্মদ আশেকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফৈরদৌস আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালাল, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মো. মামুনুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী উপস্থিত ছিলেন।
এছাড়াও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।