আবু নাঈম:
মতলব দক্ষিণ উপজেলায় গত ২ মার্চ বৃহস্পতিবার বিকেল চারটা নাগদা এলাকায় মোটরসাইকেলের ধক্কায় বুশরা আক্তার (৬) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর প্রাণহানিঘটে।
নিহত বুশরা আক্তাররের বাড়ি উপজেলার ০৩ নং খাদেরগাঁও ইউনিয়নের মধ্যে নাগদা ভক্তার ঢালি বাড়ির, শাহাজাহান ঢালীর মেয়ে। বুশরা স্থানীয় নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেল ৪ টায় বুশরা বাড়ী থেকে পাশের একটি দোকানে যাওয়ার সময় মতলব-পেন্নাই সড়ক এ আচমকা একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে সে। তার মাথা,পা ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই মোটরসাইকেলসহ চালক সজিব মিয়া(১৬) কে আটক করে। সজিব মিয়ার বাড়ি নারায়ণপুর এলাকায়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান,এ ঘটনায় তাঁর থানায় এখনো কোনো মামলা হয়নি।
শিশু বুশরার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।