শাখাওয়াত হোসেন শামীম:
জাতীয় পার্টির নেতা ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সী ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার সংকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৮০ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে’সহ বহু গুণগ্রাহী রেখে যান।
বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মুন্সী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মুন্সী বাড়ির মৃত আব্দুর রব মুন্সীর বড় ছেলে। তারা বাবা বৃহত্তর বড়কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
রাজনৈতিক জীবনে হারুনুর রশিদ মুন্সী জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করছেন।
তিনি সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। রোটা. হারুন অর রশিদ মুন্সি, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি হাজীগঞ্জ বাজারের একজন স্বনামধ্যন্য স্বর্ণ ব্যবসায়ী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভঅপতি আ. স. ম মাহবুব উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন,হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজসহ বিশিষ্ট জন।
মঙ্গলবার প্রথম জানাজা রাত ১০য় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এবং রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।