ফাহাদ খান :
ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের উত্তর চৌরাঙ্গা তা’লীমুল কুরআন নূরানী হাফেজী সুন্নী মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ মার্চ রোববার বিকেলে মাদ্রাসা মাঠে উক্ত পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ্ আলম বেপারীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মো. ইয়াছিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শফিকুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাও. আব্দুল জলিল, ক্যাশিয়ার মাও. আব্দুল হামিদ, সাবেক ক্যাশিয়ার মাও. রাজ্জাক, প্রবাসী ও সমাজ সেবক আনছার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস. এম ইকবাল হোসেন, মাদ্রাসার প্রধান শিক্ষক (নূরানী শাখা) মো. মিজানুর রহমান, হিফজ্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল আজিজ, সমাজ সেবক আমজাদ হোসেন খান প্রমূখ।