আহসান হাবীব সুমন :চাঁদপুরের কচুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি কচুয়া,(চাঁদপুর)সংবাদদাতা চাঁদপুরের কচুয়ায় এক বসতবাড়িতে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।সোমবার মধ্যরাতে উপজেলার দোয়াটি-তিলকিয়াভিটি গ্রামের আকবর আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এতে নগদ ৩ হাজার ৫শ টাকা, স্বর্নের কানের দুল,৩টি মোবাইল ও একটি পানির মোটর সহ মোট লক্ষাধিক টাকার নিয়ে যায় বলেও জানান ভ‚ক্তভোগী পরিবার।ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য রাবেয়া বেগম, রিনা আক্তার ও কাউছার আহমেদ জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত ডাকাত দল মুখোশ পড়ে ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে হাত,পা বেঁধে নগদ ও স্বর্নালঙ্কার হাতিয়ে নেয়। তবে কাউকে চিনতে পারেনি বলেও জানান তারা। ওসি মো. মহিউদ্দিন বলেন,ডাকাতির সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে আমি ঘটনাস্থলে গিয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।