‘শিলাবৃষ্টি’
সুনির্মল দেউরী সবুজ
মেঘ করেছে পূবের আকাশ
শাঁ শাঁ করে বইছে বাতাস।
হঠাৎ যখন সৌদামিনী
আলোক ঝটা দিল,
টিনের চালে ঝমঝমাঝম
বৃষ্টি শুরু হলো।
উঠোনটা যে যাচ্ছে ভরে
জমছে সাদা ফুল,
হাতে নিয়ে ফুলের কণা
ভাংলো আমার ভুল।
এ যে দেখি বরফ কণা
আকাশ থেকে পড়ে,
বুঝলাম এটাই শিলাবৃষ্টি
মনটা গেল ভরে।