মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হাজী আব্দুর রশিদ পার্টিকেল বোর্ড এন্ড ফার্নিচার হাউজের উদ্বোধন করা হয়েছে। সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বুধবার বাদ আছর হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ (বড় পুলের পূর্ব পাড়) এ ফার্নিচার হাউজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মাহমুদুল হাসান শুভ। মিলাদ পরিচালনা করেন, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের সহকারী ইমাম ও মুয়াজ্জিন হাফেজ মো. খলিলুর রহমান।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক কাজী ইমামুল হাসান হেলাল, টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মুফতি মোহাম্মদ আব্বাস আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান তালুকদার, আওলাদ হোসেন প্রমুখ।
অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল, এনায়েত মজুমদার, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ হাবীব উল্যাহ্, গাজী মহিন উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ, ব্যবসায়ী, প্রতিষ্ঠানের সত্ত্বাধীকারী রোটা. মো. জাহাঙ্গীর হোসেনের স্বজন ও দোকানের স্টাপ।