কবির আহমেদ:
সরকারের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে ১৪৩০ বঙ্গাব্দ বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা সম্পন্ন হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে ববর্ণাঢ্য শোভাযাত্রা করেন,অধ্যক্ষ মোঃ আবু ছাঈদ এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ মোঃ আবু ছাঈদ।
সঞ্চালন পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম।
বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের কলেজ সাধারন শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম,বিএম শাখার সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুর রহমান ও ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোহাম্মদ মনির হোসেন সহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক ও সহকারী সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, ১৪৩০ বঙ্গাব্দ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত শুক্রবার (১৪ এপ্রিল ) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা,আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।এছাড়াও হাজার পৌরসভা,থানা পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বায়ত্তশাসিত সংগঠনসমূহ ।এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।